রাজ্যের খবর
দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজার সামনে অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
A car caught fire in front of the second Hooghly Bridge toll plaza

The Truth of Bengal: দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজার সামনে একটি গাড়িতে আগুন লাগে। কলকাতা থেকে হাওড়া আসার সময় আঠারো নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় গাড়িতে। দাউদাউ করে চার চাকার সুইফট গাড়িটি জ্বলতে থাকে।
গাড়িতে দু’জন ছিলেন। দুই আরোহীকেই নিরাপদে গাড়ি থেকে নামানো হয়। ব্রীজে একটি লেনে যানজট। ঘটনাস্থলে পুলিশ ও দমকল। দমকলের ৩ টি ইঞ্জিন এসে আগুন নেভায়। যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে অনুমান।
গাড়িতে আগুন লাগার জেরে ব্রিজে একটি লেনে যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে পুলিশ ও দমকল বিভাগ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।