রাজ্যের খবর

অষ্টমীর রাতে কুপিয়ে খুন ব্যবসায়ীকে, ঘাটনায় চাঞ্চল্য এলাকায়

Murshidabad Murder

The Truth of Bengal: অষ্টমীর রাতে কুপিয়ে খুন করা হল এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘয়েছে, মুর্শিদাবাদের ইসলামপুরের শিশাপাড়ায়। মৃত ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম।

পুলিশ সূত্রের খবর, ইসলামপুরের শিশাপাড়া ক্লাবের কাছে একটি মুদির দোকান রয়েছে সফিকুলের। রোজকার মতো অষ্টমীর সন্ধেতে তিনি দোকানে ছিলেন। সন্ধের সময় দোকানে ভিড় না থাকায়, দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময়ই টিয়ারুল নামে এক ব্যক্তি আচমকা তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে বলে, প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পরেই, সফিকুল দোকানের সামনেই লুটিয়ে পড়ে, টিয়ারুল এলাকা থেকে চম্পট দেয়। এর পরেই সফিকুলকে হাসপাতালে ভর্তি করলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, একটি হত্যার মামলা রুজু করা হয়েছে, সব দিক মাথায় রেখেই তদন্ত করা হবেয। তবে প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই সফিকুলকে খুন করা হয়েছে।

Related Articles