রাজ্যের খবর
নদিয়ার জাতীয় সড়কে বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ , আহত শিশু সহ একাধিক বাস যাত্রী
A bus collided head-on with a lorry on the national highway in Nadia, several bus passengers including children injured

The Truth Of Bengal , নদিয়া : যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ । ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নদীয়ার শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস জাতীয় সড়কে। এই ঘটনায় শিশুসহ আহত বহু ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , বাসটি রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে। এই ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি। যদিও বা ঘাতক লরি চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ।
স্থানীয়রা খবর পেয়ে আহতদের শান্তিপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিয়মিত ট্রাফিক পরিষেবা ঠিকঠাক থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় ।স্বভাবতই আবারো জাতীয় সড়কের দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Free Access