রাজ্যের খবর

আদিবাসী সেঙ্গেলদের অভিযানের ডাকা বনধের প্রভাব পড়ল আসানসোলে

Adivasi Sengel

The Truth of Bengal: আদিবাসী সেঙ্গেলদের অভিযানের ডাকা ১২ ঘন্টার ভারত বনধের প্রভাব পড়ল মালদায়। শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। এই মর্মে পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আপ ডাউন দুটি রেললাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেল লাইনের উপর বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন।

যদিও ঘটনার খবর পেয়ে কটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ বাহিনী। এদিকে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন। সারনা ধর্ম কোড কার্যকর করার দাবিতে আসানসোলে আদিবাসী সম্প্রদায়ের দ্বারা রেল অবরোধ। সারনা ধর্ম কোড কার্যকর করার দাবিতে আদিবাসী সম্প্রদায়ের দ্বারা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

এই বিক্ষোভ চলাকালীন উপজাতি সম্প্রদায়ের লোকেরা আসানসোলের কালিপাহাদি রেলওয়ে স্টেশনে ট্রেন অবরোধ করে এবং সারনা ধর্ম কোড কার্যকর করার দাবি জানায়। পরে আরপিএফ অফিসাররা তাকে সেখান থেকে সরিয়ে দেন। এই রেল অবরোধের কারণে অনেক ট্রেন দেরিতে চলছে।

Related Articles