রাজ্যের খবর
Trending

নৃশংস হত্যা কোন্নগরে, ৮ বছরের বালককে কুপিয়ে খুন!

8-year-old boy cut and killed!

The Truth Of Bengal : কোন্নগর কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায় ভর সন্ধ্যা মর্মাতিক ঘটনা। কুপিয়ে খুন ৮ বছরের বালক।  নৃশংস এই হত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।  স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে পড়াশুনা করছিল চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা।

তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিক এর দোকানে কাজ করেন। সন্ধ্যেবেলা নিজের ঘরেই প্রতিদিনের মতন পড়াশোনা করছিল বাচ্চাটি। তার বাড়িতে টিভি ও চলছিল ও। তার পাশের বাড়ির খুড়তুতো বোন তাদের বাড়িতে ঢুকলে সেখানেই সে দেখতেপায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে পার্শ্ববর্তী লোকেরা ছুটে আসে তাদের বাড়িতে।  ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে যান সকলে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণা নিয়ে যাওয়া হয় হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

 

FREE ACCESS

Related Articles