অবৈধভাবে ভারতে প্রবেশ করায় গ্রেফতার ৮জন বাংলাদেশী, তদন্তে পুলিশ
8 Bangladeshis arrested for entering India illegally, police investigating

The Truth Of Bengal,North 24 Pargana: পুলিশের জয়জয়কার এবার বসিরহাটে। তারালী সীমান্ত থেকে এক দালাল সহ ৮জন বাংলাদেশীকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর এবং তারালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। ঠিক সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ন এর সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি ধৃতরা। তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃত দালালের নাম সাইফুল মন্ডল, বাড়ি বসিরহাটে। এছারাও মোহাম্মদ সেলিম হোসেন বাড়ি সাতক্ষীরা, রাহুল মণ্ডল সাতক্ষীরায়, তরিকুল ইসলাম সর্দার সাতক্ষীরায়, সজীব বাইন মাদারীপুরে, তন্ময় বিশ্বাস গোপালগঞ্জ, সুমন শেখ গোপালগঞ্জ সাবির হোসেন মনিরামপুর জসিম উদ্দিন শেখ যশোর।
সাইফুল মন্ডল বাড়ি বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের 112 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী আটক করে পরে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ স্বরুপনগর থানা ধৃত নয়জনকে বুধবার গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠায়।
FREE ACCESS