রাজ্যের খবর

ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই ৭-১০টি বাড়ি, ক্ষতি লক্ষাধিক টাকা

7-10 houses burnt to ashes in horrific fire, damage worth lakhs of taka

Truth Of Bengal: ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার অন্তর্গত চর রাজাপুর এলাকায় আগুনে পুড়ে ধুলিসাৎ হয়ে গেল ৭-১০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন সুজিত, কৃষ্ণ, রণজিৎ, প্রতাপ, মনোজিত‌, বানু ,রবি, নৃপেন, গোপেন মণ্ডল। সকলই কৃষিকাজে কর্মরত ও ভিনরাজ্যের শ্রমিক হিসাবে কাজে লিপ্ত।

আগুন কিভাবে লাগলো সঠিকভাবে কেউ অনুমান করতে পারিনি। তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা, যায় রান্নাঘর থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন থেকে এক এক করে ধূলিসাৎ হয়ে গেল ৭-১০টি বাড়ি। স্থানীয় বাসিন্দারা প্রথম থেকেই সেই আগুনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার‌ই মধ্যে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত দমকল বাহিনীর ও প্রশাসনিকের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় নগদ ১.৫লাখ টাকা। তাছাড়াও ক্ষতি হয়েছে বেশ কিছু আসবাবপত্রের। ঘটনাস্থলে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃত্তিকা মণ্ডল ও সচিব তাপস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য পবিত্র সরকার, মিড-ডে-মিল সুপার ভাইজার সিরাজুল ইসলাম।  তারা সকলেই সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যতটুকু সমর্থ পঞ্চায়েত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Related Articles