রাজ্যের খবর

রামপুরহাট থেকে বাজেয়াপ্ত ৬০ বস্তা অ্যামোনিয়া নাইট্রেট, গ্রেফতার ২

60 bags of ammonia nitrate seized from Rampurhat, 2 arrested

Truth Of Bengal: আবারও বাজেয়াপ্ত করা হল প্রচুর পরিমাণ অ্যামোনিয়া নাইট্রেট। অবৈধভাবে অ্যামোনিয়া নাইট্রেট পাচার করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট।

60 bags of ammonia nitrate seized from Rampurhat, 2 arrested
নিজস্ব চিত্র

যার প্রতি বস্তায় ৫০ কেজি করে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। নলহাটি থানার পুলিশ নাকাচেকিং করার সময় সুলতানপুর এলাকায় একটি বুলেরো গাড়ি থেকে এই বিস্ফোরক উদ্ধার করা হয়। পাশাপাশি সঠিক কাগজ দেখাতে না পেরে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কারা কারা এর সাথে যুক্ত সে বিষয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

Related Articles