রাজ্যের খবর

নাকাশিপাড়ায় সাঁই বাবার মন্দিরে আনুমানিক ৫০ লক্ষ টাকার চুরি

Theft of 50 lakh rupees

The Truth of Bengal: নদিয়ার নাকাশিপাড়ায় সাঁইবাবার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়া থানার শিবপুর এলাকায় সাঁইবাবার মন্দিরের দরজা খুলতে এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান মন্দিরের পূজারী। এরপর ঘটনাটি জানানো হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষকে।

খবর পেয়ে কৃষ্ণনগর থেকে ছুটে আসেন মন্দিরের প্রতিষ্ঠাতা তথা মন্দির কমিটির সভাপতি অমিত কুমার বিশ্বাস সহ আশেপাশের এলাকাবাসীরা।

এই প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি তথা প্রতিষ্ঠাতা অমিত কুমার বিশ্বাস জানান, অন্যান্য স্বাভাবিক আর পাঁচটা দিনের মতো এই দিন সকালেও মন্দিরের দরজা খুলতে এসে দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এরপর ঘটনাটি সকলকে জানানো হয়। পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

তিনি জানান, সাঁই বাবার প্রণামী বাক্স ছাড়াও আনুমানিক ৬ থেকে ৭ কেজি রুপার গহনা সহ প্রায় ৬০ থেকে সত্তর ভরি সোনার গহনা চুরি হয়ে গিয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকার উপরে।

মন্দিরের সিসি ক্যামেরা থাকলেও ক্যামেরার ব্যবস্থা মেশিন বন্ধ ছিল। যার কারণে চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি। তবে সম্পূর্ণ ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। এছাড়াও লিখিত আকারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অমিত কুমার বিশ্বাস।

Related Articles