রাজ্যের খবর

৪৭ কেজি গাঁজা ও আনুমানিক ৪১ লক্ষ টাকা উদ্ধার হল পূর্ব বর্ধমানে

47 kg of ganja and approximately 41 lakh rupees were recovered in East Burdwan

Truth Of Bengal: উদ্ধার করা হল আনুমানিক ৪৭ কেজি গাঁজা। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অত্যন্ত দক্ষতা এবং তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে মেমারি থানার অন্তর্গত মেমরি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চকদিঘী কৃষ্টি পাড়ার একটি বাড়ি থেকে, বৃহস্পতিবার মেমারি থানা এবং এসওজি সেলের যৌথ প্রচেষ্টায় এত পরিমাণ গাঁজা উদ্ধার করেন।

এছাড়াও, গাঁজা বিক্রি থেকে সংগৃহীত আনুমানিক ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান চলাকালীন সমস্ত কিছু তল্লাশি এবং বাজেয়াপ্ত করা হয়েছে নারকোটিক আইন অনুযায়ী‌ এস.ডি.পি.ও সদর সাউথের তত্ত্বাবধানে।

এছাড়াও গেজেটেড অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল ইন্সপেক্টর সদর “বি”। এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, একজন মহিলাকে যার কাছ থেকে উপরিউক্ত নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া যায়।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ ভবিষ্যতেও একই তৎপরতার সাথে সমস্ত অসামাজিক কার্যকলাপ রুখে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হবে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার অর্ক ব্যানার্জি।

Related Articles