রাজ্যের খবর
কোচবিহারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন
4 members of the same family lost their lives in a road accident in Cooch Behar

Truth Of Bengal: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন। ঘটনাটি ঘটেছে, কোচবিহার ২ নং ব্লকের কালজানি কুড়ার পাড় এলাকায়।
জানা গেছে, গতকাল রাতে কোচবিহার বানেশ্বর কাউয়ারডেরা এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সঞ্জিত রায় তার পরিবারকে নিয়ে ছোট চার চাকার গাড়ি করে তুফানগঞ্জে যান একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে।
সেখান থেকে ফেরার পথেই কালজানি কুরার পার এলাকায় গাড়িসহ নয়নজুলিতে পড়ে যায় ওই শিক্ষক। সে সময় গাড়িতে ছিলেন শিক্ষক সঞ্জিৎ রায়। তার স্ত্রী পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা বিপাশা সরকার রায় এবং তাদের দুই সন্তান।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি চারজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। রাতেই ঘটনাস্থলে পুন্ডিবাড়ী থানার পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।