রাজ্যের খবর

ডাকাতির ছক বানচাল! শিলিগুড়ির ভারতনগর আন্ডারপাস এলাকা থেকে গ্রেফতার ৪ দুষ্কৃতী

4 criminals arrested from Bharatnagar underpass area of ​​Siliguri

Truth Of Bengal : ফের একবার ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি ভারতনগর আন্ডারপাস এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম পলাশ মন্ডল, মহম্মদ বাপ্পা, প্রমোদ সাহানী এবং বিকি সাহানী। ধৃত চারজনেই শিলিগুড়ি এলাকার বাসিন্দা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানার পুলিশের কাছে ভারতনগর আন্ডারপাস এলাকায় বেশ কয়েকজনের একটি দুষ্কৃতি দল ডাকাতির ছক কষছে। এরপরই অভিযান চালায় পুলিশ এবং এই ঘটনায় ঘটনায় চারজনকে গ্রেফতার করে থানায়  নিয়ে আসে পুলিশ। তবে পুলিশি উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। রবিবার ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এবং এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তাও খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

Related Articles