রাজ্যের খবর

সিউড়ি পৌরসভার পক্ষ থেকে ২১টি ওয়ার্ডে ছাড়া হল ৩৮ হাজার গাপ্পি মাছ

38 thousand guppy fishes were released in 21 wards by Siuri Municipality

Truth Of Bengal: রাজ্যের পৌর ও নগর মন্ত্রীর নির্দেশে জেলার সমস্ত পৌরসভা কে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য একাধিক বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই নির্মল সাথির নিয়ম মহিলারা ২১ টি ওয়ার্ডের বিভিন্নভাবে লিফলেট দিয়ে ডেঙ্গু মুক্তি পৌরসভা করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। জমা জল ফেলে দেওয়া ঝোপ জঙ্গল পরিষ্কার করার কোনভাবেই বৃষ্টির জল কোন বাড়িতে যেন না জমা হয়, সে সকল বিষয়ে একাধিক ভাবে তারা প্রচার চালিয়েছেন। নিত্যদিন শহরের ড্রেন গুলিকে পরিষ্কার রাখা সহ একাধিক জায়গায় আজ গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

প্রসঙ্গত, ওয়ার্ডে এক হাজার করে এই গাপ্পি মাছ ছাড়া হল। সিউড়ি পৌরসভার মেন রাস্তার উপর হাইড্রেন সহ একাধিক ওয়ার্ডের বৃষ্টির ফলে সৃষ্ট জলা জায়গা, পুকুর, জলাশয় একাধিক জায়গায় এই গাপ্পি মাছ ছাড়া হবে। ইতিমধ্যেই সিউড়ি পৌরসভার কর্মচারী থেকে শুরু করে ‘নির্মল সাথী’র মহিলারা সে কাজ শুরু করেছে। প্রসঙ্গত, সিউড়ি হাসপাতাল চত্বরের যে ড্রেন থেকে শুরু করে জলা জায়গাগুলি আছে সেগুলিতেও এই গাপ্পি মাছ ছাড়া হয় বলে জানান সিউড়ি পৌরসভার কর্মচারী আশিস দে।