
Truth Of Bengal: একের পর এক বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে। ফের বোমা উদ্ধার বীরভূমের লাভপুরে। শুক্রবার লাভপুর থানায় নতুন করে বোমা উদ্ধারের ঘটনা। মোট দুই ড্রাম বোমা উদ্ধার করা হয়েছে বলে খবর।
শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় ৩৫ থেকে ৩৭ পিস বোমা রয়েছে দুটি ড্রামে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে এই বোমা গুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
উল্লেখ্য, কেষ্টর গড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়।একের পর এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে বীরভূমে ছড়িয়েছে আতঙ্ক। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে? তবে কী বিধানসভা নির্বাচন উত্তপ্ত হতে চলেছে বীরভূম জুড়ে প্রশ্ন রাজনৈতিক মহলে।