শুরু হল ৩০তম দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলা

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০তম বইমেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বজবজের সুভাষ উদ্যান ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধনের সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথমে এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খেলেন। তিনি বলেন সর্ব ধর্মালম্বী মানুষের সব জায়গায় থাকার অধিকার আছে। বর্তমানে বাংলাদেশ সরকার যা করছে তা খুবই নিন্দনীয়।
এই বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লাহ চৌধুরী, দিলীপ মন্ডল ছাড়াও, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহ – সভাধিপতি সীমন্ত কুমার মালি, বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, এসডিও আলিপুর, এডিএম (ডেভলপমেন্ট) সহ প্রশাসনের আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই বইমেলা ৪ঠা ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় ১৫০টি ছোট ছোট বইয়ের দোকান নিয়ে এই দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিন, এদিন বই প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।