সল্টলেকের অভিজাত গেস্ট হাউসে মধুচক্র, উদ্ধার ৩ তরুণী
3 young women rescued from honeycomb in elite guest house in Salt Lake

The Truth Of Bengal : মধুচক্রে যুক্ত থাকার অভিযোগে একটি লজে তল্লাশি চালিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিস। শনিবার বিধান নগর থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে ওই গেস্ট হাউসে হানা দেয় । এবং সেই লজ থেকে ম্যানেজারসহ চারজন গেস্ট হাউস কর্মী ও তিনজন কাস্টমারকে গ্রেফতার করে বিধান নগর পূর্ব থানার পুলিশ ।
পুলিশের সূত্র খবরও অনুযায়ী , বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল সল্টলেকের বিজি মেমোরিয়াল ব্লকের ৩০১ নম্বর বাড়িতে বহু ছেলেমেয়ের আনাগোনা চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেন ।
সল্টলেকের বিজি মেমোরিয়াল ব্লকের এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে মাঝেমধ্যেই। কিন্তু সল্টলেকের বিজি মেমোরিয়াল ব্লকের অভিজাত গেস্ট হাউসের আড়ালেও যে বেআইনি যৌন কারবার চলছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে এ অভিযান চালায় পুলিশ ।
Free Access