পুলিশের জয়জয়কার জলপাইগুড়িতে, পাচারের আগে রাজগঞ্জ ব্লকের বন্ধুনগর থেকে হেরোইন সহ গ্রেফতার ৩
3 were arrested with heroin from Bandhunagar in Rajganj block before trafficking

The Truth Of Benngal : পাচারের আগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বন্ধুনগর থেকে ক্রুড হেরোইন সহ গ্রেফতার ৩ জন। এবার পুলিশের জয়জয়কার জলপাইগুড়ি জেলায়।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযানে নামে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জলপাইগুড়ি জেলার বন্ধুনগর এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করে এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ক্রুড হেরোইন আলিপুরদুয়ার থেকে চুনসুরায় নিয়ে যাওয়া হচ্ছিল। জানা যায়, ছোট যাত্রীবাহী গাড়ি থেকে প্রায় ২ কেজি ৩১৬ গ্রাম ক্রুড হেরোইন উদ্ধার করে এসটিএফ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল হুগলি জেলার চুঁচুড়ার লিটন পাল এবং নদীয়া জেলার রানাঘাটের নুরুদ্দিন দফাদার ও দেবাশীষ দাস।
পরবর্তীতে ধৃতদের স্থানীয় জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
FREE ACCESS