রাজ্যের খবর

বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ১

3 dead, 1 injured in bike collision

Truth Of Bengal: কালনা কাটোয়ার STKK রোডের তুলসী ডাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। ঘটনায় গুরুতর আহত এক।

আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা চলছে। আহত ওই ব্যক্তির নাম বিক্রম বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁশদহ বিলের পাড়ে চলা খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি  উৎসব থেকে বাইকে করে দুজন ফিরছিলেন। এমন সময় অপরদিক থেকে আসা আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন চারজন।

কালনা মহকুমা হসপিটালে রাত সাড়ে নটা নাগাদ তাদের নিয়ে এলে ৩ জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃতদের পরিচয় এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন ওই ব্যাক্তি।

Related Articles