রাজ্যের খবর

লংকার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ছক দুষ্কৃতীদের, আটক ৩

3 criminals arrested for robbing by sprinkling lankara powder

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, বারুইপুর : লংকার গুঁড়ো ছিটিয়ে ছিনতাইয়ের ছক দুষ্কৃতীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার অন্তর্গত ইন্দ্র পাল তিন দুষ্কৃতিকে অস্ত্র সহ ধরে। পুলিশ সূত্রে খবর ইন্দ্রপালা এলাকা থেকে পুলিশের কাছে খবর আসে ৩ অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে পুলিশে সেখানে যায় এবং তিনজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ভোজালি, একটি গুলি ভর্তি বন্দুক, একটি পাংচার, লংকার গুঁড়োর দুটি প্যাকেট।

পুলিশ আরো জানাচ্ছে এরা লঙ্কার গুঁড় ব্যবহার করে কোন দুষ্কৃতি মূলক কাজ করবে বলে ছক কষছিল। ধৃতদের নাম জয়নাল মোল্লা(৪৫)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী থানা অন্তর্গত চুপরি জোড়া এলাকায়। মিরাজ পিয়াদা (২৩), আলী ইমরান গাজী(২০)। বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। তাদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে। ধৃত ব্যক্তিদের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তুলবে।

Related Articles