২৫ ফুটের লক্ষ্মী প্রতিমা, সিউড়িতে এই পুজোয় মহিলাদের অংশগ্রহণ থাকে দেখার মতো
Laksmi pujo 2023

The Truth of Bengal: বারোয়ারি লক্ষ্মীপুজোর প্রতিমার উচ্চতা ২৫ ফুট। বিরাট মাপের লক্ষ্মীপ্রতিমার আরাধনা হবে বীরভূমের সিউড়ি দু’নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর পঞ্চায়েতের আদিরে পাড়ায়। স্বাধীন স্মৃতি সংঘের এবারের প্রতিমা ২৫ ফুটের। এই ২৫ ফুটের লক্ষ্মী প্রতিমা দেখতে ভিড় জমাবে দূর দূরান্তের মানুষ। গত বছর এই ক্লাব ২২ ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল জেলাবাসীকে। এবার সেই প্রতিমার উচ্চতা বাড়িয়ে ২৫ ফুটের করার উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া টাকা এই পুজোয় চাঁদা হিসেবে দিয়েছেন এলাকার মহিলারা।
মূলত এই উদ্যোগের কারণ হলো এলাকার যে সকল ২৫ বছরের উর্ধ্বে মহিলারা এসি এস টি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই সকল মহিলারা এ বছর তাদের এক মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা এই পুজো কমিটিকে হাতে তুলে দেয় ।এবং মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সাধুবাদ জানিয়ে ,এবারের ২৫ ফুটের লক্ষ্মী প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছে জেলাতে। এই প্রতিমা তৈরি করা হয় দুর্গাপুজোর আগে থেকে।
যেখানে ৩৬ বছর পদার্পণ করলো এই পুজো ।এ বছরে লক্ষ্মীপূজোর সন্ধ্যায় উদ্বোধন করা হবে এই লক্ষ্মী প্রতিমার। বিশিষ্ট সমাজসেবী সহ এলাকার নেতৃত্ব দিয়ে হাত দিয়ে উদ্বোধন হবে এই প্রতিমা। গত দু’বছর থেকে মূর্তির উচ্চতা বৃদ্ধি করে জেলাবাসীর মন জয় করেছে এই ক্লাব গত বছরে ২২ ফুটের প্রতিমা করার পর সেই প্রতিমা এবারের ২৫ ফুটে পা দিল । এই প্রতিমা তৈরি করতে পারুই থেকে এসে মৃৎ শিল্পী তৈরি করে ।
Free Access