কিকবক্সিংয়ে দঃ ২৪ পরগনার সাফল্য, একটি গোল্ড ও একটি ব্রোঞ্জ পদক জয়…
24 Parganas Success in Kick-boxing, winning a gold and a Bronze medal.

The Truth Of Bengal: দার্জিলিং এ খেলো ইন্ডিয়া কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। ২০২৩-২৪ প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা থেকে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন প্রতিযোগী । এই জেলার প্রতিযোগিতা নিজেদের সাফল্য দেখিয়েছেন প্রতিযোগিতায়। উচ্ছ্বসিত আয়োজকরা।
খেলো ইন্ডিয়া কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতায় দক্ষিণ 24 পরগনার খেলোয়াড়রা নিজেদের মুন্সীয়ানা দেখিয়েছেন। ২০২৩-২৪ প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা থেকে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন প্রতিযোগী। বজবজ থেকে স্নেহা নস্কর দুটি বিভাগে অংশ গ্রহন করে একটিতে গোল্ড একটি সিলভার পেয়েছেন । বারুইপুর থেকে পারভিন মন্ডল অংশগ্রহণ করেছিলেন। তিনিও দুটি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। একটিতে গোল্ড একটিতে ব্রোঞ্জ পেয়েছেন। এনটালি থেকে অঙ্কিতা তামতা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়।তিনিও একটি গোল্ড পেয়েছেন।
টালিগঞ্জ থেকে রিতিকা হালদার অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায়। একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি । দ: ২৪ পরগনা ডিস্ট্রিক্ট ইনচার্জ কার্তিক হালদার প্রতিযোগীদের নিয়ে গিয়েছিলেন খেলার জন্য। এই প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে দ: ২৪ পরগনা জেলা অষ্টম পজিশনে রয়েছে কিকবক্সিংয়ে। ওয়াকো বেঙ্গল কিকবক্সিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ রায়, প্রেসিডেন্ট গোপাল লামারা উচ্ছ্বসিত এবারের প্রতিযোগিতা নিয়ে।
Free Access