রাজ্যের খবর
বোলপুরে উদ্ধার ২৩ কেজি গাঁজা, গ্রেফতার ১
23 kg of marijuana recovered in Bolpur, 1 arrested

Truth Of Bengal: বোলপুরে উদ্ধার ২৩ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার NHB2 জাতীয় সড়কের কাছে তল্লাশি চালিয়ে আনুমানিক ২২-২৩ কিলো গাঁজা উদ্ধার করল বোলপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় রজত সাউ নামে এক অভিযুক্তকে।
গোপন সূত্রে খবর পেয়ে, রজতপুরের ঘেরওপাড়া এলাকায় দিনভর তল্লাশি চালায় বোলপুর থানার পুলিশ। এর পর রাত্রি দশটা নাগাদ জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় ২২-২৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, আরও বেশ কিছু গাড়ি করে বোলপুরে গাঁজা আসতে পারে, তার জন্যই এখনও তল্লাশি চলানা হচ্ছে।