২০৫০ সাল: মহাসঙ্কটে পড়তে পারে বিশ্বের ৫৭০ কোটি মানুষ, কেন?
2050: 5.7 billion people in the world could face a major crisis, why?

Truth Of Bengal: জলবায়ুর পরিবর্তনের কারণে শত শত কোটি মানুষের জল নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। একটি সমীক্ষার রিপোর্ট থেকে এমনটাই মনে করছে রাষ্ট্রসংঘ। এই অবস্থায় জল সরবরাহব্যবস্থা উন্নতকরণ এবং পরিশুদ্ধ জল নিশ্চিতকরণে সদস্য রাষ্ট্রগুলোকে ‘সবুজায়ন’ নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে। একটি সমীক্ষায় প্রকাশ, বছরে অন্তত এক মাস বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী প্রায় ৩৬০ কোটি মানুষ জল সুবিধা থেকে বঞ্চিত হন।
এই সংখ্যা ২০৫০ সাল নাগাদ ৫৭০ কোটিতে দাঁড়াতে পারে বলে সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্ব-উষ্ণায়নের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার দায়িত্ব তাই কোনো একটি জাতি কিংবা কোনো একটি দেশের নয়, বরং এই দায়িত্ব সব রাষ্ট্রের প্রতিটি জনগণের। বিবাহবার্ষিকীতে সাধারণ মানুষের হাতে চারা গাছ উপহার দিয়ে সেই সামাজিক দায়িত্ব পালন করলেন এক দম্পতি। আদিবাসী শিশুদের খাওয়ানোর পাশাপাশি তাদের হাতেও উপহার স্বরূপ তুলে দেন চারা গাছ।
বিবাহবার্ষিকীর বিনোদনে কাটছাঁট করে এই উদ্যোগ গ্রহণ করেন মুর্শিদাবাদের সাগরদিঘির এক দম্পতি সঞ্জীব দাস ও ঝুমকি দাস। তাদের অষ্টম বিবাহবার্ষিকীর দিন সকালে সাগরদিঘীর চন্দনবাটী শিব মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বরে বৃক্ষরোপন করে উপস্থিত সকলের হাতে চারাগাছ উপহার দেন। দুপুরে আদিবাসী গ্রামের গরীব বাচ্চাদের পেটপুরে খাওয়ার ব্যাবস্থা করেন।
প্রায় ৮০ জন শিশু-কিশোরকে নিজের হাতে বিরিয়ানি, পায়েস, মিষ্টি সহ নানা পদ খাওয়ান এই দম্পতি। তারপর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। গাছগুলিকে বাঁচিয়ে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়ার বার্তা দেন তাঁরা। পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে।