সাপের কামড়ে আক্রান্ত ২০-২৫, অতঙ্কে গৃহবন্দী বাসিন্দারা
20-25 people affected by snake bites, residents confined to their homes in fear

Truth Of Bengal: গ্রাম জুড়ে সাপের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মানুষদের। পুরো গ্রামটাই যেন সাপের আতুড় ঘর। গত কয়েক দিনে গ্রামের প্রায় ২০-২৫ জন সাপের কামড়ে আক্রান্ত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের গোবিলা এলাকার ঘটনা। গত বছর বর্ষার পর সাপের কামড়ে মারা গিয়েছিল একটি শিশু সহ তিনজন। এবছর আরও একজনের সাপের কামড়ের মৃত্যু হয়েছে।
সাপের কামড়ে আক্রান্ত ২০-২৫, অতঙ্কে গৃহবন্দী বাসিন্দারা pic.twitter.com/RfP8M2P19H
— TOB DIGITAL (@DigitalTob) December 16, 2024
মাঝে মাঝেই এলাকার মানুষের নজরে দেখা মিলছে বিষধর সাপের। সন্ধ্যা হলেই বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন গোবিলা গ্রামের সাধারণ মানুষ। যা রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। এলাকার মানুষ যেন সব সময় একটা বিষধর সাপের চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি সাপ ধরে বনদফতরের হাতে তুলেও দেওয়া হয়েছে।
সাপের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাই মূল লক্ষ্য গ্রামের মানুষের। এদিকে গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে বাড়বাড়ন্ত ওঝাদের। যদিও আগের তুলনায় সেই ছবি কিছুটা পরিবর্তন হয়েছে। এই ঘটনা নিয়ে বসিরহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য বুলবুল ইসলাম জানান, এলাকার মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার জন্য সচেতনতা বাড়ানো হচ্ছে।
পাশাপাশি বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে প্রতিনিয়ত। কয়েক দিনের মধ্যেই রাস্তায় বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা করা হবে। সাপের আতঙ্ক কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবেন এলাকার মানুষ। এই সমস্যা থেকে কবে সমাধান পাবেন সেই অপেক্ষায় গ্রামবাসীরা।