
The Truth Of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের, আহত ছয়জন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগান এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সূত্রের খবর, রবিবার ভারত-ভুটান সীমান্তের চামুর্চি হাট সেরে রাত সাড়ে ৯ টা নাগাদ চামুর্চি চেকপোস্ট থেকে পিক-আপ ভ্যানে করেই ৮ জন ফিরছিলেন। সেসময় রিয়াবাড়ি চা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি দশ চাকা ট্রাকের পেছনে পিক আপ ভ্যানটি ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা দৌড়ে আসে। এরপর স্থানীয় যুবকরাই বানারহাট থানায় খবর দেয়। এদিকে তারা উদ্ধার কাজে হাত লাগায়। কিছুক্ষনের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক সুচিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই জনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে আহত ৬ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে।
বানারহাট থানা সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS