রাজ্যের খবর

ভোটের আগে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার ২, উত্তপ্ত কেতুগ্রাম

2 arrested in connection with the murder of a Trinamool worker before the polls, Uttap Ketugram

The Truth Of Bengal :  মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান : ভোটের আগের দিন রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমা মেরে নৃশংসভাবে খুন হল এক ব্যক্তি। রবিবার রাতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে ৷ একজন জখম হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মিন্টু শেখ (৪৫)। তৃণমূলের দাবি, তিনি দলের একজন ভালো কর্মী ছিলেন। শুধু তাই নয় তিনি একজন সমাজসেবক ছিলেন, গ্রামের কোন মানুষ বিপদে পড়লে সবার আগে তিনি ওই পরিবারের পাশে দাঁড়াতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মিন্টু শেখ ও তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, সে সময় কয়েকজন দুস্কৃতি তাঁর বাইক আটকায় ৷ তিনি বাইক থামাতেই তাঁর শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ এরপরেই দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে ৷ তারপর এলাকার বাসিন্দারা ছুটে আসেন ৷ অকুস্থলে কেতুগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিস বাহিনী পৌঁছেছে৷ এলাকায় চরম উত্তেজনা রয়েছে। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ চেচুড়ী গ্রামে মিন্টু শেখের বাড়িতে গিয়ে ওই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন | এবং পুরো ঘটনা খতিয়ে দেখে দুষ্কৃতীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি কেতুগ্রামের খুনের ঘটনায় গ্রেফতার সিভিক।

কেতুগ্রামের চেচুরিয়া গ্রামে তৃণমূল কর্মী মিন্টু শেখ খুন হয় সেই খুনের ঘটনায় তদন্ত নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করে। এই দুজনের মধ্যে একজনের নাম ভোলন শেখ ও অপরজনের নাম শামসুর শেখ। ভুলোন শেখ কেতুগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার

Related Articles