মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণি, দুটি স্পেশ্যাল কোচে বাড়তি সুবিধা
1st class in Matrubhumi local, additional facilities in two special coaches

The Truth Of Bengal: নদিয়ার রানাঘাট-শিয়ালদা রেলপথে নতুন পালকের সংযোজন। এবার এই লাইনে চালু হল রূপান্তরিত মাতৃভূমি লেডিজ স্পেশ্যাল ট্রেন। এই ট্রেনটিতে একাধিক যাত্রী সুবিধা আছে। ট্রেনটিতে রয়েছে দুটি স্পেশ্যাল কোচ। রয়েছে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি। এছাড়াও সাধারণের জন্য আলাদা কামরা রয়েছে। প্রথম শ্রেণির কোচে আরামদায়ক বসার ব্যবস্থা সহ নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও মোবাইল চার্জিং-এর সুবিধা থাকছে।
রানাঘাট থেকে শিয়ালদা অভিমুখে সকাল ৭টা ৪৫ মিনিটের ছাড়ে মাতৃভূমি লোকাল। সেই লোকালের পুরনো ট্রেনের দু’টি কামরাকে ফার্স্ট ক্লাসে রূপান্তরিত করা হল। আগের তুলনায় প্রথম শ্রেণিতে ভাড়া বাড়ল প্রায় পাঁচ গুণ। রানাঘাট স্টেশন থেকে শিয়ালদাগামী মাতৃভূমি লোকাল চলে সারাদিনে একটি। এই রুটে মাতৃভূমি লোকালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রী থেকে বিভিন্ন নাগরিক সংগঠন। সেই দাবি পূরণ হওয়ার বদলে পূর্ণ রেককে নতুন করে সাজিয়ে প্রথম শ্রেণির কামরা হিসেবে চালু করা হল। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ট্রেনটির যাত্রা শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডিআরএম দীপক নিয়োগী, মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সহ রেলের অন্যান্য আধিকারিকরা।
নিত্যযাত্রীদের অভিযোগ, চাহিদা বা দাবি মেনে নতুন কোনও ট্রেন উদ্বোধন করতে পারল না পূর্ব রেল। পুরনো মাতৃভূমি লোকালে শুধু দু’টি প্রথম শ্রেণির কামরা যোগ করে নতুন ট্রেন হিসেবে উদ্বোধন করে দেওয়া হল। একটু বাড়তি আরামদায়ক যাত্রার সুযোগ পেয়ে খুশি নিত্যযাত্রীরা।
লেডিজ স্পেশ্যাল ট্রেনের মাত্র দু’টি কামরাকে প্রথম শ্রেণিতে পরিবর্তিত করা হয়েছে। অন্যান্য কামরাগুলি আগের মতোই সাধারণ হিসেবেই থাকছে। নতুন ফার্স্ট ক্লাসে থাকছে মোবাইল চার্জিং পয়েন্ট, লোকো পাইলটের সঙ্গে ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম, নরম গদিযুক্ত বসার সিট, সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি মেঝেতে বিছানো আছে লাল কার্পেট। গোটা কামরাকে বিভিন্ন চিত্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে এঁকে সাজানো হয়েছে। ইউপিএ-২ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে থাকাকালীন তিনিই প্রথম মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। দীর্ঘপথে যাওয়া মহিলাদের কাছে এই গুরুত্বই আলাদা। অত্যন্ত স্বস্তিতে তাঁরা যাতায়াত করতে পারেন। এবার সেই ট্রেনে বাড়তি কিছু স্বাচ্ছন্দ্য যুক্ত করা হল।
Free Access