কলকাতারাজ্যের খবর
Trending

মাথায় ছাদ পাবেন ১৯ লক্ষ মানুষ, ‘গৃহশ্রী’ পোর্টালের মাধ্যমে আবাসের টাকা পৌঁছাবে উপভোক্তাদের কাছে

19 lakh people will get a roof over their head, housing money will reach consumers through 'Grihashri' portal

The Truth Of Bengal: বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। নবান্নের তরফে কেন্দ্রের কাছে বারংবার চিঠি লিখে বাংলার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার চিঠিও লিখেছেন।

তবুও বাংলার বকেয়া টাকা মেটাতে কোন উদ্যোগ গ্রহণ করেনি কেন্দ্র। চলতি অর্থ-বছরের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল, আবাসের বকেয়া টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে। সাধারণ মানুষের মাথার ছাদ তৈরি করে দিতে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। রেড রোডে আয়োজিত ধরনা মঞ্চ থেকেও সে কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একথা সাধারণ মানুষকে জানিয়েছিলেন। এবার সেই টাকা পেতে চলেছেন উপভোক্তারা।

নবান্ন সূত্রে খবর, আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্য বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা ছাড়া শুরু করবে। এই নিয়ে একটি নতুন পোর্টাল আনছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে ‘গৃহশ্রী’। এই পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তাদের পাশাপাশি ‘বাংলার বাড়ি’ ও ‘আমার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদেরও এই তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন।

Related Articles