রাজ্যের খবর

আকালিপুরে মা সারদার ১৭২তম আবির্ভাব তিথি পালন

Maa Sarada

The Truth of Bengal: নলহাটি টু ব্লকের ভদ্রপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আকালিপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমে ১৭২তম মা সারদার পূন্য আবির্ভাব তিথি পালিত হচ্ছে মহাসমারোহে। ভোর পাঁচটা থেকে এই উৎসব শুরু হয়।

সকালে মায়ের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সারাদিন ধরে নানা পুজো আরচা, হোম যজ্ঞ, পাঠ হয়। দুপুরে ভক্তদের মধ্যাহ্ন প্রসাদ দেওয়া হয়। প্রসাদ গ্রহণের পর সন্ধ্যে অব্দি চলবে নানান ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এই উৎসবে এলাকাবাসীদের পাশাপাশি অনেক দূর-দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে।

তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন। মা সারদার আবির্ভাব তিথি উপলক্ষে আকালিপুরে অনুষ্ঠিত এই উৎসব এলাকায় ধর্মীয় ভাবাবেগকে আরও উজ্জীবিত করেছে।

Related Articles