রাজ্যের খবর
অভিনব বর্ষবরণ বিষ্ণুপুরে ঐতিহ্যবাহী যমুনা বাঁধের জলে ১৪৩১ টি ডুব সদানন্দ দত্ত-র
1431 Dives in Traditional Yamuna Dam at Bisnupur by Sadananda Dutta

The Truth of Bengal, কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : এ যেন এক নতুন বর্ষবরণ। বিষ্ণুপুরের এক যুবক সদানন্দ দত্ত অভিনব ভাবে নতুন বছরকে বরণ করে নিলেন। বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস জড়িয়ে যমুনাবাঁধে। এই বাঁধের জলে ১৪৩১ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত যা দেখতে ভিড় জমিয়েছে বিষ্ণুপুরবাসি।
প্রতিবছরই বাংলা এবং ইংরেজির নতুন বছরকে এই ভাবেই বরণ করেন সদানন্দ দত্ত। ১৪২৯ সালে ১৪২৯ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন। ১৪৩০ সালে ১৪৩০ টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করেছেন সদানন্দ। এবার ১৪৩১ সাল, তাই ১৪৩১ টা ডুব দিয়ে নতুন বছরকে বরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ।
সদানন্দ জানান তার এই অভিনব উদ্যোগ শুধুমাত্র গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলা। সেই লক্ষ্যে তিনি প্রতিবছরই এই ভাবেই নতুন বছরকে বরণ করে চলেছে বিষ্ণুপুরের এই যুবক।