বিদ্যালয়ের একসাথে ১৩ টি ফ্যান চুরি! গরমে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের
13 school fans stolen at once! Students struggling to take exams in the heat

Truth Of Bengal: বীরভূম জেলার অবিনাশপুর অঞ্চলের অভিনাথপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয় সমস্ত ক্লাসরুমের ফ্যান খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে এর আগেও বহুবার স্কুলের সরকারি জলের পাম্প থেকে শুরু করে কম্পিউটারে ব্যবহৃত ইউপিএস মেশিন চুরি গেছিল। এবার চুরি গেলো একসাথে ১৩ টি ফ্যান। ছাত্রদের বসার ক্লাস তছনছ করে চুরি করা হয়েছে ফ্যানগুলি।
শুরু হয়েছে ইউনিট টেস্ট পরীক্ষা। ফ্যান না থাকার জন্য গরমে ঘাম সরিয়ে নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে ছাত্রদের। এবিষয়ে এক ছাত্র জানয়, ৩ তারিখ থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই বিদ্যালয় সমস্ত ক্লাসরুমে ফ্যান চুরি গেছে। শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারা জানান কোন ক্লাসরুমে দুষ্কৃতীরা ফ্যান চুরি করেছে। কানেকশনের তার সহ ফ্যান নিয়ে চলে গেছে বেশ কিছু ফ্যানের প্লেট, কভার ভাঙ্গা অবস্থায়।
এরপরই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকুর শেখ জানান, “এটা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এইভাবে দুষ্কৃতীরা প্রতিষ্ঠানের জিনিস চুরি করেছে খুব খারাপ লাগছে। তবে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এখন পরীক্ষা শুরু হয়েছে সমস্ত বিদ্যালয় গুলিতে ,সে মতন আমাদের বিদ্যালয়ও পরীক্ষা শুরু হয়েছে। চরম অসুবিধায় গরমে অস্বস্তি করে পরীক্ষা দিচ্ছে ছাত্ররা।”