রাজ্যে ১০ লক্ষ নিয়োগ, সরকারি চাকরির জোয়ার আনতে তৎপরতা নবান্নের
10 lakh recruitment in the state, the activity of Navanna to bring the tide of government jobs

The Truth Of Bengal : রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে বিবেক সহায়কে। প্রাক্তন এই আইপিএস অফিসারকে নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চায় রাজ্য। বিভিন্ন দফতরে বহু শূন্য পদ রয়েছে রাজ্যে। বিভিন্ন কারণে অনেক শূন্য পদ এখনও পূরণ হয়নি। এবার সেই সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিবেক সহায়কে সামনে রেখে সেই কাজে গতি আনতে বদ্ধপরিকর নবান্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নিয়োগের পক্ষে বারংবার সওয়াল করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্যে মোট ১০ লক্ষ চাকরিতে নিয়োগ হবে। গত বুধবার বিজ্ঞপ্তি জারি করে প্রাক্তন আইপিএস অফিসার বিবেক সহায়কে ওই পদে নিয়োগ করে নবান্ন। বিভিন্ন পদে ১০ লক্ষ নিয়োগের প্রথম ধাপ হিসাবে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। নবান্ন সূত্রে খবর, কমিশনের অন্যান্য সদস্যদের নিয়োগ করা হবে দ্রুত। উল্লেখ্য, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হয়। লোকসভা ভোট মিটে যাওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর তৎপরতা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
একদিকে রাজ্য প্রশাসনের কাজে আরও গতি নিয়ে আসা, দুর্নীতি বন্ধ করা, অনিয়ম বন্ধ করা, স্বচ্ছতা ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে জোর দেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়েও। কয়েকদিন আগেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন দফতরের শূন্য পদে দ্রুত নিয়োগের বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়। আর তার পরপরই স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় বিবেক সহায়কে।