বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত ১ স্কুল শিক্ষক , আহত ৬
1 school teacher dead, 6 injured in road accident in Baharampur

The Truth Of Bengal :বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার । আহত হয়েছেন কমপক্ষে আরও ছয় জন। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কলাবাগান এলাকাতে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই স্কুল শিক্ষিকার নাম জ্যোৎস্না ইয়াসমিন , বয়স ৪৫ । তিনি উদয়চাঁদপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। গুরুতর আহত ছ’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে আছেন একাধিক স্কুল শিক্ষক-শিক্ষিকা ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , একটি অটো গাড়ি বহরমপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল । আর সেই সময় উল্টো দিক থেকে একটি বালি বোঝাই লরি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অটো গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক জ্যোৎস্না ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ বহরমপুর-কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ ।
Free Access