
Truth Of Bengal: পাসপোর্ট জালিয়াতি কান্ডে গ্রেফতার আরও ১। ধৃত যুবকের নাম মোক্তার আলম। দত্তপুকুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে উদ্ধার একাধিক এটিএম কার্ড, প্যান কার্ড-সহ বেশ কিছু নথিপত্র।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাংলার পুলিশ। যার জন্য রাজ্যে ধরা পড়ছে একের পর এক সন্দেহভাজন। গত মাসের শেষের দিকে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে একটি হোটেল থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। দু’বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছিল অভিযুক্ত।
বুধবার ভোরে দত্তপুকুর থানার অধীনে থাকা ছোট জাগুলিয়া থেকে ধরা হয়েছে মোক্তার আলমকে। ২০২১ সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল তাকে। পরে ছাড়া পেয়ে যান। ধৃত মোক্তারের থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। এ ছাড়া ভিন্ন ভিন্ন মানুষের নামে থাকা কিছু প্যান কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এই পাসপোর্ট জালিয়াতির পাণ্ডাদের গ্রেফতার করে জেরা করছে। আরও কেউ এই চক্রে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।