রাজ্যের খবর

ভিকি যাদব খুনের গ্রেফতার আরও ১, বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশের

1 more arrested for Vicky Yadav murder

Thr Truth Of Bengal : তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। গত ২১ নভেম্বর ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা।

ঘটনার তিনদিনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জড়িত বাকিদের ধরতে বারাকপুর কমিশনারেটের ডিডিকে তদন্ত ভার দেওয়া হয়। সেই সময় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দলীয় কর্মী খুনের এই ঘটনায় নিশানা করেন দলের নেতা বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে।

দাবি করেন, সাংসদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। এখানেই শেষ নয়, সরাসরি পাপ্পু সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি।

 

FREE ACCESS

Related Articles