রাজ্যের খবর

জলপাইগুড়িতে বাইসনের হানায় জখম ১

1 injured in bison attack in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি: বৃহস্পতিবার সকাল থেকে তিনটি বাইসনের তান্ডব জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকার লোকালয়ে। আর এই বাইসনের হানায় জখম হয়েছেন একজন ব্যক্তি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সাত সকালেই তিনটি বাইসন হঠাৎ জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় ঢুকে পড়ে। এরপর থেকে তিনটি বাইসন ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ ওই বাইসন এক ব্যক্তির অপর হামলা চালায়। এর জেরে জখম হয়েছেন একজন ব্যক্তি। আহত ব্যাক্তির নাম বিমল রায়।

স্থানীয়দের দাবি, এরপর বনদপ্তরকে খবর দেওয়া হয়। এদিকে বাইসনের গুঁতোয় জখম হন বিমল রায় নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

Related Articles