
সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর এর চন্ডিপুর রাজ্য সড়কের মঙ্গলচককে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনার বলি এক মহিলা। নাম গৌরী রানী তুঙ্গ বয়স ৪৮। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তিনজন একটি বাইকে চন্ডিপুর রাজ্য সড়কের মঙ্গলচকের দিকে যাচ্ছিল। এদিকে অপর দিক থেকে একটি বালি ভর্তি ষোলো চাকার লরি চলে আসায় বাইকের পিছনে বসে থাকা এক মহিলা সমতা রাখতে না পেরে ডান পাশে রাস্তার উপরে পড়ে যায়। অপর দিক থেকে আশা লরির পেছনের চাকার নিচে ওই মহিলা চলে যায় ফলে চাকা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
FREE ACCESS