রাজ্যের খবর

লাগাতার বৃষ্টিতে রাস্তার উপরে থাকা গাছ পড়ে মৃত ১, আহত ১

1 dead after tree falling on road in heavy rain

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : লাগাতার বৃষ্টির জেরে রাস্তার উপরে থাকা গাছ পড়ে আহত এক মৃত এক। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি বোলপুর মেন রাস্তার ওপর। ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকায়।

সিউড়ি থেকে একটি ব্যাটারি বোঝায় অটো ইলামবাজার থেকে যাচ্ছিল। সেই মুহূর্তে ঠিক মাদ্রাসা পল্লীর কাছে আশঙ্কা একটি বড় কৃষ্ণচূড়া গাছ অটোর মধ্যে পড়ে যায়। ঘটনায় অটোর মধ্যে থাকা এক চালকসহ যাত্রী চাপা পড়া অবস্থায় থাকে। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। ঘটনার পরপরই সিউড়ি বোলপুরে মেন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে থানার পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় সেই রাস্তার উপর পড়ে থাকা বড় কৃষ্ণচূড়া গাছকে কেটে সরানোর পর যানজট মুক্ত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ও মৃতদের বাড়ি করিধ্যা এলাকায়। প্রসঙ্গত, গতকাল রাত-ভোর বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া। আর এর জেরে বড় গাছ যেগুলি রাস্তার ধারে রয়েছে সমস্ত গাছগুলির মাটি আলগা হয়ে গেছে। যেকোনো সময় ঘটতে পারে বড়সড়ের বিপদ। আর তার আগেই বোলপুর যাওয়ার রাস্তার মেইন সড়কের উপর এইরকম গাছ পড়ে মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের।

Related Articles