বিষ্ণুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত ১
1 dead, 1 seriously injured in fatal road accident in Bishnupur

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা : শনিবার দুপুরে বিষ্ণুপুর থানা বকুলতলা এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত ১ এবং আহত ১। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সুত্রের খবর, শনিবার দুপুরে বিষ্ণুপুর থানা বকুলতলা এলাকায় বারুইপুর থেকে আমতলার দিকে একটি অটো যাচ্ছিল। অপরদিকে, আমতলা থেকে বারুইপুরের দিকে একটি অটো আসছিল। এরপর হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসিনাথ সিং নামে বছর ৫০ এর এক অটো চালকের। মৃত ব্যক্তির বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত কোম্পানি পুকুর এলাকায়।
অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন কানন নস্কর নামে এক ব্যক্তি। তার বাড়ি বারুইপুরে। এরপর দুর্ঘটনাটি দেখে তৎক্ষনাত স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে যায়। এরপর কান্নায় ভেঙে পড়ে মৃত বাসি নাথ সিং এর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক।