রাজ্যের খবর

মুর্শিদাবাদে অস্ত্র-সহ ধৃত ১

1 arrested with weapons in Murshidabad

Truth Of Bengal: বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগ মারাপুরা বটতলা এলাকায় সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে আটকায় পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তল্লাশীতে তার কাছ থেকে উদ্ধার হয় দু’টি পিস্তল চার রাউন্ড গুলি ও দু’টি খালি ম্যাগাজিন। এরপর তাকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম পিন্টু মণ্ডল (২৮), তার বাড়ি জলঙ্গি থানা এলাকায়। ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্তে জলঙ্গি থানার পুলিশ।

Related Articles