নেশা করার প্রতিবাদ করায় বাবাকে খুন করে বাগানে পুঁতে দিল গুণধর ছেলে
Gunadhar's son killed his father and buried him in the garden because he objected to being drunk

The Truth Of Bengal: কুলতলী থানার জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রামের পরিমল হালদার নামের এক যুবক প্রতিনিয়ত নেশাগ্রস্থ অবস্থায় থাকতো এ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া ঝামেলা লেগে থাকত। প্রতিবেশীদের দাবি বেশ কিছুদিন আগে পরিমল হালদার তার বাবাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
গত চার পাঁচ দিন আগে তার বাবা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এলাকার লোকজন পরিমলকে জিজ্ঞাসা করলে পরিমল বলতো আমি জানিনা। গতকাল দুপুরে পরিমল কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পরায় প্রতিবেশীরা তাকে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তখনই তাকে প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে পরিমল তাদেরকে জানায় প্রতিনিয়ত নেশা করার প্রতিবাদ করায় বাবাকে সে খুন করে এলাকায় একটি বাগানে মাটিতে পুঁথে দিয়েছে বাবার মৃতদেহ।
প্রতিবেশীরা কুলতলী থানায় খবর দেয়। পরিমলের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা পরিমল কে বারাইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। রাতে কুলতলী থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার স্থল থেকে পরিমলের বাবা কাশিনাথ হালদারের দেহ উদ্ধার করে। মৃতদেহ রবিবার ময়নাতদন্তে পাঠাবে কুলতলী থানার পুলিশ। ঘটনা তদন্তে কুলতলী থানার পুলিশ।