Uncategorized

বসিরহাটে উদ্ধার মহিলার দেহ, তদন্তে পুলিশ

Truth Of Bengal: উদ্ধার মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে বাসিরহাটের উচিলদহ গ্রামে। জানা যায়, মধ্য উচিলদহ গ্রামের একটি পুকুরে একজন বছর ৫৫ র মহিলার দেহ ভাঁসতে দেখেন এলাকাবাসিরা। তারপর হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় দীর্ঘ দুই তিন বছর যাবৎ ধরে থাকতেন ওই মহিলা। মানসিক ভারসাম্যহীন ছিলেন যে কারণে তার নাম পরিচয় কখনই জানতে পারেননি স্থানীয়েরা।

ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়।  বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

মৃত ওই মহিলার সঠিকভাবে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা। পাশাপাশি ওই মহিলার আত্মার শান্তি কামনা করেছেন মানবাধিকার কর্মী। যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Related Articles