Uncategorized

চালকবিহীন রোবোট্যাক্সি আনছে উবের

Uber is bringing driverless robotaxis

Truth Of Bengal: যাত্রীদের নিরাপদে ও সহজে কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে উবের। তারা আনতে চলেছে সম্পূর্ণ চালকবিহীন রোবোট্যাক্সি। অর্থাৎ কোনো মানুষ নয় যন্ত্রমানব যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে।
বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (General Motors)-এর মালিকানাধীন সেল্ফ ড্রাইভিং কার কোম্পানি ক্রুজ (Cruise)। আগামী বছর উবেরের চালকবিহীন রোবোট্যাক্সি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছর অক্টোবর থেকে অ্যালফাবেট অধীনস্থ অটোনমাস কার স্টার্টআপ, ওয়েইমোর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে ড্রাইভারহীন গাড়ির পরিষেবা চালু করেছে উবের। অন্যদিকে, গত বছর একটি বড়সড় দুর্ঘটনার কারণে লাইসেন্স হারিয়ে পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছিল ক্রুজ। ফলে তারাও প্রত্যাবর্তনের চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের শুরুতে, সেফটি ড্রাইভারের সঙ্গে পুনরায় সেল্ফ-ড্রাইভিং গাড়ির পরীক্ষা শুরু করেছে তারা।