মন্তেশ্বরে সাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই যুবক, উদ্ধার তিনটি সাইকেল
Two youths arrested in Monteshwar bicycle theft case, three bicycles recovered

Truth Of Bengal: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার হল দুই যুবক। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহীরউদ্দিন শেখ ও রাকিবুল শেখ। মহীরউদ্দিন মন্তেশ্বর ব্লকের কুলুটগ্রামের বাসিন্দা এবং রাকিবুল মন্তেশ্বরের সফদা গ্রামের বাসিন্দা।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা মহাম্মদ হাবিব রাইগ্রাম বাজারে সাইকেল রেখে বাজার করতে যান। বাজার শেষে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গা থেকে তাঁর সাইকেল চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও সাইকেলের সন্ধান না মেলায় তিনি মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মন্তেশ্বর থানার পুলিশ। তদন্তের জেরে পুলিশ মহীরউদ্দিন ও রাকিবুলের খোঁজ পায়। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে। অবশেষে মহীরউদ্দিন ও রাকিবুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের আজ কালনা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে। ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।