ট্রাম্পের পাল্টা আঘাত! এবার বাতিল কমলা ও হিলারির তথ্য জানার অধিকার
Trump's counter-attack! Kamala and Hillary's right to information revoked

Truth of Bengal: মার্কিন রাজনীতিতে আবারও চরম উত্তেজনা! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই যে প্রতিশোধের নীতি নেবেন, সে আশঙ্কা করেছিলেন জো বাইডেন। এবার সেটাই বাস্তবে রূপ নিল। বাইডেনের বিশেষ ছাড়পত্র কেড়ে নেওয়ার পর এবার ট্রাম্প একই সিদ্ধান্ত নিলেন কমলা হ্যারিস ও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। ফলে তাঁরা আর কোনও গোপন সরকারি নথি দেখতে পারবেন না।
শুক্রবার হোয়াইট হাউসে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ট্রাম্প— যাঁদের তালিকা দেওয়া হয়েছে, তাঁদের যেন কোনও গোপন তথ্য না জানানো হয়। সেই তালিকায় শুধু বাইডেন বা হিলারি নন, রয়েছেন প্রাক্তন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান-সহ একাধিক শীর্ষ ডেমোক্র্যাট নেতা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প আসলে পাল্টা আঘাত করলেন। ২০২১ সালে বাইডেন প্রেসিডেন্ট হয়েই ট্রাম্পের বিশেষ ছাড়পত্র বাতিল করেছিলেন, কারণ ক্যাপিটল হিল হামলার ঘটনায় ট্রাম্পের ভূমিকা বিতর্কিত ছিল। এবার ক্ষমতায় ফিরে ট্রাম্প সেই সিদ্ধান্তই ফিরিয়ে দিলেন বাইডেন শিবিরের নেতাদের বিরুদ্ধে।
প্রাক্তন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বিশেষ ছাড়পত্র থাকার ফলে তাঁরা দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য ও গুরুত্বপূর্ণ সরকারি নথি দেখতে পারেন। সাধারণত, এই সুবিধা তাঁদের নিরাপত্তা ও পরামর্শমূলক কাজে সাহায্য করে।
বাইডেন অবশ্য আগে থেকেই বুঝেছিলেন, ট্রাম্প ক্ষমতায় ফিরলে এই ধরনের পদক্ষেপ নেবেন। তাই তাঁর ঘনিষ্ঠ কয়েকজনকে ‘প্রেসিডেনশিয়াল পার্ডন’ বা বিশেষ সুরক্ষা দিয়ে রেখেছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অ্যান্টনি ফাউচি ও প্রাক্তন সেনাকর্তা মার্ক মাইলি।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষমতার লড়াই এবার শুধু নীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি প্রতিশোধের দিকেও মোড় নিচ্ছে। আগামী দিনে এই পদক্ষেপ মার্কিন প্রশাসনে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।