দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএম-এর দিকে
Trinamool activist shot dead by miscreants

The Truth of Bengal: নদীয়ায় তেহট্ট দেবনাথপুর কলোনি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীর নাম গোপাল সরকার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছিলে সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে বলে এমনটাই অভিযোগ গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর।
একদিকে তৃনমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্ব দের নিয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামার নির্দেশ দিয়েছে। জমিদারি হটাও বাংলা বাঁচাও নয়া স্লোগান তৃণমূলের। জমিদারদের প্রত্যাখ্যান করার জন্য গড়তে হবে জনমত। বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে জবাব দেওয়ার ডাক, প্রচারে কল্যাণমূলক প্রকল্পই হাতিয়ার তৃণমূলের।
১০০দিনের কাজের বঞ্চনার বিরুদ্ধে প্রচার শুরু। প্রচারে নামতে সর্বস্তরের নেতাদের নির্দেশ বঞ্চিতদের সাহায্য করতে শিবিরে সাহায্য করবেন তৃণমূল কর্মীরা। সব বুথেই সহায়তা শিবির তৃণমূলের। সহায়তা শিবিরের প্রস্তুতি শাসকশিবিরের।