Uncategorizedকলকাতা

কাউন্সিলরের নাম ভাঙিয়ে তোলাবাজি, উত্তেজনা সন্তোষপুরে

Tolabaji by breaking the councilor's name, excitement in Santoshpur

Truth Of Bengal: পুরপ্রতিনিধির নাম করে ‘ টাকা’ চাওয়ার ঘটনায় উত্তেজনা মহেশতলা পুরসভার ৬নম্বর ওয়ার্ডের সন্তোষপুর ঘোষপাড়া এলাকায়। স্থানীয়দের পথ অবরোধ টাকা চাওয়ার ঘটনায়। পুলিশ অধিকারিক ও পুরপ্রতিনিধির তৎপরতায় প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ ওঠে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সন্তোষপুর ঘোষপাড়া এলাকার এক ব্যবসায়ী এদিন সকালে তাঁর দোকান মেরামতের কাজ শুরু করেছিলেন। সেই সময় কয়েকজন যুবক সেখানে এসে সন্তোষপুর ঘোষপাড়া এলাকার পুরপ্রতিনিধি শাকিল আহমেদ মণ্ডলের অনুগামী বলে দাবি করে এক লক্ষ টাকা চায়। এবং সেই ব্যবসয়ী টাকা দিতে নারাজ হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরই স্থানীয় বাসিন্দা রা পথ অবরোধ করে।

পথ অবরোধের খবর পেয়ে রবীন্দ্রনগর থানার পুলিশ ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তৎক্ষনাৎ পুরপ্রতিনিধি শাকিল ঘটনাস্থলে যায়। তার দাবি তাঁর দলের কেউ এরকম কোনো কাজে জড়িত নন। যারা টাকা চেয়েছে, তাদের চেনেন না। দোষীদের গ্রেফতারের জন্য পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন পুরপ্রতিনিধি।  অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের বাসিন্দাদের আশ্বাস দেয় পুলিশ। পথ অবরোধ তুলে নেন স্থানায় বিক্ষোভকারীরা।

Related Articles