Uncategorized

চুরি না পরিকল্পিত বিঘ্ন? সাঁইথিয়ায় অনুষ্ঠান ঘিরে বিতর্ক

Theft or planned disruption? Controversy surrounding the event in Sainthia

Truth of Bengal: বীরভূমের সাঁইথিয়ার রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগের দিন এসির কেবল তার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় একটি স্থানীয় সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই দেখা যায় ভবনের এসির তার চুরি গিয়েছে, ফলে পুরো অনুষ্ঠানটি এসি ছাড়াই চলতে হয়। প্রচণ্ড গরমে নাজেহাল হতে হয় দর্শক থেকে আয়োজকদের সকলকেই।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি শুধুই চুরি, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও উদ্দেশ্য? তৃণমূলের অন্দরমহলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। আর সেই প্রেক্ষিতে অনেকের মনেই সন্দেহ দানা বাঁধছে, এসির তার চুরির ঘটনাটিও কি সেই রাজনৈতিক কোন্দলেরই ফল?

আয়োজক সংস্থার অন্যতম কর্তা এবং কাজল শেখের অনুগামী বলে পরিচিত প্রীতম দাস বলেন, “চুরি হয়েছে না করানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। তবে আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ বা থানার কেস নম্বরও দেখানো হয়নি। শুধু বলা হচ্ছে যে তার চুরি হয়েছে।”

এই বক্তব্যেই জল্পনা আরও উসকে উঠেছে। অনুষ্ঠান ঘিরে এত গুরুত্বপূর্ণ দিনে শুধু এসির তার চুরি হওয়া এবং তার জেরে অতিথি ও দর্শকদের এমন দুর্ভোগ, স্বাভাবিকভাবে অনেককেই ভাবাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক মহলের অনেকেই মনে করছেন, এই ঘটনা নিছক চুরি নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক মতানৈক্য ও অভ্যন্তরীণ সংঘাত। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবে গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

রবীন্দ্র ভবনের মতো গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে যেন এমন অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে সর্বত্র।

Related Articles