Uncategorizedবিনোদন

সম্পর্ক কি জোড়া লাগছে নাগা-সামান্থার? প্রাক্তন স্বামীর সঙ্গে তোলা ছবি ‘আনআর্কাইভ’

Samantha-Naga Reletionship

The Truth of Bengal: প্রাক্তন স্বামীর বিয়ের মাঝেই নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর জল্পনা উস্কে দিল সামান্থা রুথ প্রভুর কর্মকাণ্ডে। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালে সামান্থা ও নাগা চৈতন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এবার সামান্থা ও নাগার সোশ্যাল প্ল্যাটফর্ম রেডিটের একটি পোস্ট তৈরি করল নতুন গুঞ্জন। বিচ্ছেদের পর নাগা চৈতন্যের সঙ্গে যে ছবি ‘আর্কাইভ’ করে ফেলেছিলেন অভিনেত্রী তা ফের ‘আনআর্কাইভ’ করেছেন সামান্থা, রেডিটের একটি পোস্টে দাবি তেমনই।

তবে সম্পর্কে কি নতুন করে প্রলেপ পড়ছে?রেডিটের সেই পোস্টে দেখা যাচ্ছে, সামান্থা তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের ২০১৭ সালের জন্মদিনে করা একটি রোম্যান্টিক পোস্ট ‘আনআর্কাইভ’ করেছেন ইনস্টাগ্রামে, অর্থাৎ যে কোনও ইনস্টা ব্যবহারকারী এখন সেই পোস্ট দেখতে পাচ্ছে। আর এই খবর প্রকাশ্যে এল যখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে নাগা চৈতন্য নাকি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে।

২০২১ সালের শেষের দিকে বিচ্ছেদের কথা ঘোষণা করার আগে সামান্থা নিজের প্রোফাইল থেকে চৈতন্যের সঙ্গে আপলোড করা প্রায় সব ছবিই সরিয়ে ফেলেছিলেন। কিন্তু খুব সম্ভবত এই নির্দিষ্ট ছবি ‘আর্কাইভ’ করতে তিনি ভুলে গিয়েছিলেন। এই সপ্তাহান্তে তা কিছু অনুরাগী খুঁজে পেয়ে ভেবেছেন অভিনেত্রী সেই ছবি ‘ফিরিয়ে এনেছেন’। তবে অভিনেত্রী এই পোস্ট এখনও না সরানোই অনুরাগীরা তাদের পুর্নমিলনের কথা জানিয়ে পোস্টের বন্যা বইয়ে দিয়েছে।এখন ভক্তদের আশা পৃরণ হয়  কিনা সেটাই দেখার।

Free Access

Related Articles