চৈতন্যভূমি নবদ্বীপে রাসযাত্রা উপলক্ষ্যে অসংখ্য মানুষের ভিড়
Rashyatra celebrate in Nabadwip

The Truth of Bengal: চৈতন্য ভূমি নবদ্বীপে ঐতিহ্যমন্ডিত রাসযাত্রা উপলক্ষ্যে এদিন সকাল থেকে অসংখ্য মানুষের ভিড় শহরের বিভিন্ন রাস্তায়। দেখা গেল বিভিন্ন পুজা কমিটির পক্ষ থেকে চিরাচরিত প্রথা মেনে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় নবদ্বীপের আরাধ্যা দেবী মাপোড়ামার মন্দিরে নবমী পুজো দেওয়ার জন্য ভিড় করছেন।
যদিও কয়েক বছর আগেও যেখানে এই নবমী পুজো দিতে পূজা কমিটিগুলো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে দলবদ্ধ ভাবে মা পোড়ামার মন্দিরে পুজো দিতে আসত। কিন্তু আতিমারি করোনার সময় থেকে এই প্রথার উপর প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়,যে কারনে পূজা কমিটি গুলি বিভিন্ন আধুনিক বাদ্যযন্ত্র ব্যতিরেকে নবমী পুজোর শোভাযাত্রা বাদ দিয়ে নবমী পুজো দিতে বাধ্য হচ্ছেন। এছাড়া এদিন শহরের বিভিন্ন এলাকার পূজা মন্ডপ গুলিতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়।
রাজ্যজুড়ে প্রচুর মানুষ রাসযাত্রা উপলক্ষে ভিড় জমান নবদ্বীপে। রবিবার সন্ধ্যা থেকেই পোড়ামাতলায় বাদ্যযন্ত্রীদের ভিড় জমিয়েছে। রাসপুজো উপলক্ষ্যে নবদ্বীপে বৈষ্ণব, শাক্ত ও শৈব মতে তিনশোর বেশি দেবদেবীর পুজো হয়। মহাপ্রভু, রাধাকৃষ্ণের চক্ররাস, পার্থসারথী, যুগলমিলন, কৃষ্ণকালী, রণকালী, বামাকালী, ভুবনেশ্বরী, কমলে কামিনী, গণেশ জননী ইত্যাদি পুজো হয়। এলানিয়া কালী, তেঘড়িপাড়ার বড়শ্যামা, ব্যাদড়াপাড়া ও আমপুলিয়া পাড়ার শবশিবা, দণ্ডপাণিতলার মুক্তকেশী, চারিচারাবাজার ও হরিসভাপাড়ার ভদ্রকালী, গাড়ালপাড়া বিন্ধ্যবাসিনী, পোড়ামাতলার কাঁসারী কালী, জোড়া বাঘ গৌরাঙ্গিনী, আমড়াতলার মহিষমর্দিনী উল্লেখযোগ্য।
Free Access